স্পোর্টস ডেস্ক, ঢাকা : বেলজিয়ামের প্রধানমন্ত্রী এলিও ডি রুপো মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বাজি ধরেছেন। ব্রাজিল বিশ্বকাপের একটি ম্যাচ নিয়ে। বাজিটি হলো বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে যুক্তরাষ্ট্র-বেলজিয়ামের মধ্যকার খেলায় জয় নিয়ে।

যদি যুক্তরাষ্ট্র এই ম্যাচে জিততে পারে তাহলে ওবামাকে ‘বেলজিয়ান বিয়ার’ দেবেন ডি রুপো। টুইটারে এই প্রস্তাব দিয়েছেন তিনি।

আগামী মঙ্গলবার সালভাদরে দ্বিতীয় রাউন্ডের শেষ ম্যাচে মুখোমুখি হবে এই দুটি দল।

বেলজিয়ামের প্রধানমন্ত্রী ডি রুপোর চ্যালেঞ্জের জবাবে শুক্রবার সকাল পর্যন্ত কিছুই বলেননি বারাক ওবামা।

বৃহস্পতিবার গ্রুপ পর্বের শেষ রাউন্ডে জার্মানির কাছে যুক্তরাষ্ট্র ১-০ গোলে হেরে গেলেও পর্তুগালের থেকে গোল ব্যবধানে এগিয়ে থেকে ‘জি’ গ্রুপের রানার্সআপ হয়ে সেরা ষোলোতে ওঠে উত্তর আমেরিকার দেশটি।

(ওএস/পি/জুন ২৮,২০১৪)