লালমনিরহাট প্রতিনিধি : সামাজিক অপরাধ নির্মূলে কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করতে লালমনিরহাটে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। পাটগ্রাম থানার উদ্যোগে শনিবার বিকেলে পৌর কমিউনিটি সেন্টারের হল রুমে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।

পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালমনিরহাট জেলা পুলিশ সুপার টিএম মুজাহেদুল ইসলাম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাটগ্রাম উপজেলা চেয়ারম্যান রুহুল আমীন বাবুল, মেয়র শমসের আলী, সহকারী পুলিশ সুপার (সার্কেল) আদিবুল ইসলাম।

এ ছাড়াও বক্তব্য রাখেন স্থানীয় মুক্তিযোদ্ধা কমান্ডার সালাউজ্জামান ফারুক, আব্দুল আজিজ, প্রভাষক রতন কুমার সাহা, সহকারী শিক্ষক কুদরত-এলাহী বাবুল, প্রাক্তন প্রধান শিক্ষক গোলাম রব্বানী, তবিবর রহমান, আব্দুল ওহাব প্রধান, আবু তালেব, ব্যবসায়ী সায়েদুজ্জামান সায়েদ, দহগ্রাম ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে পুলিশ সুপার টিএম মুজাহেদুল ইসলাম যানজট নিরসনে ট্রাফিক পুলিশি কার্যক্রম বৃদ্ধি, চাঁদাবাজি বন্ধ, নিরীহ মানুষকে হয়রানি বন্ধ, মাদক চোরাকারবারি গ্রেফতার এবং পাথর উত্তোলন বন্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

(ওএস/এস/জুন ২৮, ২০১৪)