স্পোর্টস ডেস্ক, ঢাকা : চিলির কোচ জর্জ স্যামপাওলি বিশ্বকাপের আন্ডারডগ চিলি নকআউট পর্বের প্রথম ম্যাচে শক্তিশালী ব্রাজিলের বিরুদ্ধে আক্রমণাত্মক খেলবে বলে জানালেন।

অনাকাঙ্ক্ষিত কাণ্ড নকাআউটেও ঘটাবে চিলি, স্পেনকে প্রথমপর্বে বিশ্বকাপ আসর থেকে হঠানোর মতো- এমনটি আশা করছেন ভিদাল, সানচেজরা।

স্যামপাওলি বলেন, এটি একটি স্বপ্নের ম্যাচ। আমি স্বপ্নের সঙ্গে বসবাস করছি। সুতরাং ,আমি আশা করছি যারা আমাকে ব্যক্তিগতভাবে চেনেন তারা আগামীকাল আমাকে এক ঐতিহাসিক মুহূর্তে দেখবেন।

চিলিয়ান কোচ বলেন, আমি একজন আর্জেন্টাইন। সুতরাং, এটা সত্য আমাদের প্রধান প্রতিপক্ষ সব সময় ছিল ব্রাজিল। আমি এটা ভেবে খুশি হচ্ছি যে আমাদের জন্য ম্যাচটি হবে বিশেষ কিছু।

সবশেষ দেখায় দু’দলের ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছিল। তবে বিশ্বকাপের তিন ম্যাচে সবগুলোতেই হার চিলির।

তিনি বলেন, উৎসাহ খুবই গুরুত্বপূর্ণ। এর মধ্যে যদি তুমি লড়াই না কর এবং উৎসাহ না যোগাও বিরোধীপক্ষ পুরো স্টেডিয়ামে তাদের দর্শকদের সমর্থনের সুযোগ নেবে। তখন ফলাফল যা হবে সেটা খুব স্পষ্ট।

স্যামপাওলি আরও বলেন, যতদূর সম্ভব আমরা নেইমারের খুব কাছাকাছি থাকব যখন তার পায়ে বল যাবে। আমরা তার উপর বিশেষ নজর রাখব এবং চেষ্টা করব তাকে থামানোর।

(ওএস/পি/জুন ২৮,২০১৪)