নিউজ ডেস্ক : আজ ১ সেপ্টেম্বর, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৭৮ সালের এই দিনে তত্কালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন।

এরপর গত ৩৮ বছরে দীর্ঘ চড়াই-উতরাই পেরিয়ে বর্তমানে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল হিসেবে জায়গা করে নিয়েছে বিএনপি।

১৯৭৮ সালের এই দিনে রাজধানীর রমনা রেস্তোঁরায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপি গঠনের আনুষ্ঠানিক ঘোষণা দেন তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছিলেন বিএনপির সমন্বয়ক ও প্রথম চেয়ারম্যান এবং অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ছিলেন দলের প্রথম মহাসচিব।

দলের ৩৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বাণীতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সর্বস্তরের নেতাকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। বর্তমানে তিনি চিকিৎসার জন্য যুক্তরাজ্যে অবস্থান করছেন।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০১, ২০১৭)