আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় কলেরায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে অধিকাংশই বোকো হারামের সহিংসতা থেকে বাঁচতে পালিয়ে আসা শরণার্থী শিবিরের বাসিন্দা। শনিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, ‘১ সেপ্টেম্বর পর্যন্ত ১৪ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। কলেরায় আক্রান্ত মোট রোগীর সংখ্যা ১৮৬ জন বলে ধারণা করা হচ্ছে।’

এতে বলা হয়েছে, অধিকাংশ আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে বোকো হারামের সহিংসতার কেন্দ্র বোর্নো প্রদেশের রাজধানী মাইদুগুরির বাইরে মুনা গ্যারেজ শরণার্থী শিবিরে।অন্যান্য আক্রান্তরা প্রতিবেশী জেলার।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সরকার ও বেসরকারি সংস্থাগুলো পরিস্থিতির উন্নয়নে কাজ শুরু করেছে। এগুলোর মধ্যে পানি বিশুদ্ধিকরণ ব্যবস্থা সরবরাহ ও অতিরিক্ত টয়লেট স্থাপনের কাজ চলছে।

(ওএস/এএস/০৪ সেপ্টেম্বর, ২০১৭)