চট্টগ্রাম প্রতিনিধি : মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অমানবিক নির্যাতনের মুখে সীমান্ত পেরিয়ে প্রতিদিনই হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করছে। মঙ্গলবার রাতে গুলিবিদ্ধ আরও চারজন রোহিঙ্গা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার এ তথ্য নিশ্চিত করেছেন।

হাসপাতালে ভর্তি হওয়া চার রোহিঙ্গা হলেন- মংডুর নুরুল আমিনের ছেলে মো. শফি (২৫), একই এলাকার নয়াপাড়া গ্রামের আহমদ হোসেনের মেয়ে হাসিনা বেগম (১৮), কুলাতলী এলাকার নুরু মিয়ার ছেলে জাফর আলম (২৫) ও হাইসুকার আব্দুল জব্বারের ছেলে ওসামা (১৬)।

এএসআই আলাউদ্দিন বলেন, চারজনকে রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে আনা হয়। তাদের শরীরের বিভিন্ন অংশে গুলিতে আঘাতের চিহ্ন রয়েছে। এদের মধ্যে ওসামাকে ২৪ নম্বর ওয়ার্ডে এবং অন্যদেরকে ২৬ নম্বর ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ২৪ আগস্ট (শুক্রবার) রাতে মিয়ানমারে সৃষ্ট সহিংসতায় পুরো রাখাইন রাজ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সহিংসতায় মিয়ানমার সরকারের তথ্যে এ পর্যন্ত ১০৬ জন নিহত হয়েছে। এতে ১২ জন মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যও নিহত হয়েছে। কিন্তু রোহিঙ্গাদের তথ্য মতে, এই পর্যন্ত কয়েক হাজার নিরস্ত্র রোহিঙ্গা নারী, পুরুষ, শিশু মিয়ানমার সেনাদের হত্যার শিকার হয়েছে।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ০৬, ২০১৭)