কক্সবাজার প্রতিনিধি : টেকনাফের নাফ নদীতে ভাসমান অবস্থায় আরও ছয় রোহিঙ্গা নারী ও শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে টেকনাফের শাহপরীরদ্বীপ থেকে তিনজন, সাবরাং থেকে দুইজন ও নোয়াখালী পাড়া থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অমানবিক নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসার পথে বুধবার নাফ নদীতে নৌকাডুবির ঘটনায় ওই ছয়জনের মরদেহ ভেসে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন খান জানান, নাফ নদীর বিভিন্ন পয়েন্টে মরদেহগুলো পড়ে থাকার খবর পেয়ে টেকনাফ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহগুলো উদ্ধার করে। মিয়ানমারে নতুন করে সহিংসতা সৃষ্টির পর থেকে এ পর্যন্ত নৌকাডুবি ও গুলিবিদ্ধ হয়ে নিহত ৭১ জন রোহিঙ্গার মরদেহ পাওয়া গেছে বলে জানান তিনি।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ০৭, ২০১৭)