ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী হাটে অভিযান চালিয়ে  ভুলুকে (২৮) মাদকসহ আটক করেছে ডিবি পুলিশের একটি টিম।

বুধবার গোপন সংবাদের ভিত্তিতে রাত ১১টায় ১০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল সহ ভুলুকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি পুলিশের এস,আই নুর আলম।

এসময় ঠাকুরগাঁও-০২ আসনের এমপি আলহাজ্জ দবিরুল ইসলামের ভাগ্নে নয়ন (৪৫)কে লাহিড়ী এলাকা থেকে বালিয়াডাঙ্গী থানার একটি মাদক মামলার ওয়ারেন্টের ভিত্তিতে আটক করা হয়।

জানা গেছে, বালিয়াডাঙ্গী লাহিড়ী হাটে এমপি দবিরুল ইসলামের ভাগ্নে নয়ন তার নিজস্ব চেম্বারে কয়েকজনসহ অবস্থান করছিল। গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও ডিবি পুলিশের একটি দল তাকে আটক করে।

এ ব্যাপারে এমপি দবিরুল ইসলামের কাছে মুঠো ফোনে ভাগ্নে নয়নকে গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে তিনি ফোনটি রিসিভ করেননি।

বালিয়াডাঙ্গী আওয়ামী লীগের সাদেকুল ইসলাম নামে এক কর্মী জানান, নয়ন এমপি দবিরুল ইসলামের নিজ বোনের ছেলে সত্য। কিন্তু ওই পরিবারের সাথে এমপি সাহেবের কোন যোগাযোগ নেই। মাদকের বিষয়ে এমপি সাহেব কাউকে প্রশ্রয় দেয় না।

ঠাকুরগাঁও ডিবি পুলিশের ভারপ্রাপ্ত ওসি জুলফিকার আলী ভূট্টো ০২ জনের আটকের কথা নিশ্চিত করেছেন।

(এফআইআর/এসপি/সেপ্টেম্বর ০৭, ২০১৭)