রাজন্য রুহানি, জামালপুর : পূর্ববিরোধের জের ধরে দু পক্ষের সংঘর্ষে নিহত হয়েছে জামালপুরের মাদারগঞ্জের ফুলজোড় গ্রামে আব্দুস ছোবহান ও রাশেদুল ইসলাম নামে দু ব্যক্তি। সংঘর্ষে আহত হয়েছে উভয়পক্ষের প্রায় ১২ জন। আহতদের মাদারগঞ্জ ও জামালপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ২ জনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, মাদারগঞ্জ উপজেলার ফুলজোড় গ্রামের আলমাস সরকারের সাথে ইউপি সদস্য জহুরুল প্রামাণিকের স্কুল ম্যানেজিং কমিটি নিয়ে বিরোধ চলছিল। ইউপি নির্বাচনেও তাঁদের দুজনের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। পূর্ববিরোধের জের ধরে বুধবার বিকেলে জহুরুল মেম্বারের সাথে ঝগড়া বাঁধে চাঁন মিয়ার। উপস্থিত লোকজনের মধ্যস্থতায় সেদিন তাঁরা যে যার মতো চলে যান। বৃহস্পতিবার সকালে চাঁন মিয়ার বাড়িতে হামলা চালায় জহুরুল সমর্থিত লোকজন। শুরু হয় দু পক্ষের মধ্যে সংঘর্ষ। প্রায় ২ ঘন্টার সংঘর্ষে জহুরুল মেম্বারের সমর্থিত লোকজনের ধারালো অস্ত্রের আঘাতে আব্দুস ছোবহান ও রাশেদুল ইসলামসহ আহত হয় প্রায় ১২ জন। আশঙ্কাজনক অবস্থায় আব্দুস ছোবহান ও রাশেদুল ইসলামকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।

মাদারগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিরোধ ও সংঘর্ষের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে শাহীন ও হাফিজ নামে দুজনকে আটক করে পুলিশ। এলাকায় এ ঘটনা নিয়ে দু পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ শহিদুর ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংঘর্ষের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছার পর এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

(আরআর/এএস/সেপ্টেম্বর ০৭, ২০১৭)