মেহেরপুর প্রতিনিধি : বিএনপির এক কর্মীকে অপহরণের তিন দিন পর অপহৃতের পরিবারের কাছে ২ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা।

অপহৃত সেলিম (২৭) গাংনী উপজেলার চাঁন্দামারী গ্রামের কাশেম জোয়াদ্দারের ছেলে।

সাহারবাটি ইউনিয়ন পরিষদের সদস্য ও বিএনপি নেতা আব্দুল কুদ্দুস জানিয়েছেন, সেলিম স্থানীয় বিএনপির কর্মী।

বিয়ের পর থেকে সেলিম শ্বশুর সাহারবাটি গ্রামের রহমতুল্লার বাড়িতে ঘর জামাই হিসেবে বসবাস করে আসছিলেন।

গাংনী উপজেলার সাহারবাটি গ্রাম থেকে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে নিখোঁজ হন সেলিম।

সেলিমের স্ত্রী হালিমা খাতুন জানান, শনিবার বিকেলের দিকে মোবাইল ফোনে একটি অপরিচিত নম্বর থেকে মুক্তিপণ হিসেবে দু’লাখ টাকা দাবি করা হয়। অন্যথায় তাকে (সেলিম) খুন করা হবে বলেও হুমকি দেয় অপহরণকারীরা।

এ ব্যাপারে গাংনী থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে বলে জানান সেলিমের স্ত্রী হালিমা খাতুন। যার জিডি নং- ১১৬০, তারিখ ২৭-৬-২০১৪ ইং।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) রিয়াজুল ইসলাম জানান, এ ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে।

(ওএস/এইচআর/জুন ২৯, ২০১৪)