আন্তর্জাতিক ডেস্ক : রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের নেত্রি অং সান সু চির নীরবতার নিন্দা জানিয়েছেন নোবেল শান্তিপদক বিজয়ী দক্ষিণ আফ্রিকার সামজিক অধিকার কর্মী ডেসমন্ড টুটু। সু চির কাছে লেখা এক খোলা চিঠিতে তিনি এ নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন।

৮৫ বছরের আর্চবিশপ টুটু তার আবেগপূর্ণ চিঠিতে লিখেছেন রাখাইন অঞ্চলে ‘অবর্ণনীয় নৃশংসতা’ ও ‘জাতিগত নির্মূল’ অভিযান তাকে এমন এক নারীর বিরুদ্ধে লিখতে বাধ্য করেছে যাকে তিনি ‘স্নেহের এক ছোট বোন’ হিসেবে বিবেচনা করতেন।

সু চির উদ্দেশ্যে টুটু লিখেছেন, ‘বহু বছর ধরে আমার টেবিলে আপনার একটি ছবি ছিল। মিয়ানমারের জনগণের প্রতি ভালোবাসা ও প্রতিশ্রুতি রক্ষার জন্য আপনার ওপর হওয়া অবিচার ও আত্মত্যাগের কথা সেটি আমাকে মনে করিয়ে দিত। আপনি ছিলেন ন্যায়পরায়ণতার প্রতীক।’

রোহিঙ্গা নির্যাতনের প্রসঙ্গে টুটু লেখেন, ‘রোহিঙ্গা জনগণের বিরুদ্ধে যে সহিংসতা চালানো হচ্ছিল, জনজীবনে আপনার উপস্থিতি আমাদের সে উদ্বেগকে প্রশমিত করেছিল। কিন্তু কারো ভাষায় ‘জাতিগত নির্মূল’ আবার কারো ভাষায় ‘ধীর গণহত্যা’ এখনো অব্যাহত রয়েছে এবং সম্প্রতি এটি আরো বেড়ে গেছে।’

সু চির নীরবতার তীব্র সমালোচনা করে দক্ষিণ আফ্রিকার সামাজিক অধিকার কর্মী লিখেছেন,‘যে দেশের নেতৃত্ব এক ন্যায়পরায়ণতার প্রতীকের হাতে তার জন্য এটি বেমানান। আপনার নীরবতার কারণ যদি মিয়ানমারের সর্বোচ্চ পদে যাওয়া বিনিময়ে হয়, তাহলে নিশ্চিতভাবেই এর মূল্য বেশ চড়া।’

প্রসঙ্গত, এর আগে রোহিঙ্গা ইস্যুতে সু চির নীরবতার সমালোচনা করেছিলেন আরেক নোবেল জয়ী মালালা ইউসুফ জাই।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০৮, ২০১৭)