আন্তর্জাতিক ডেস্ক : উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের আরো কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে একমত হয়েছে চীন। বৃহস্পতিবার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই সাংবাদিকদের কাছে এ কথা বলেছেন।

তিনি বলেন, ‘কোরীয় উপদ্বীপের নতুন পরিস্থিতিতে চীন জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সঙ্গে একমত যে এর প্রতিক্রিয়া দেখানো এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিৎ।’

ওয়াং ই বলেন, ‘ডিপিআরকে’র (উত্তর কোরিয়ার দাপ্তরিক নাম) বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের যে কোনো পদক্ষেপের লক্ষ্য হবে এর পারমাণবিক ও ক্ষেপশান্ত্র কর্মসূচি সীমিতকরণ। একইসঙ্গে গঠণমূলক আলোচনা ও সংলাপ পুনরায় শুরু করা প্রয়োজন।’

উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চীন। গত বছর উত্তর কোরিয়ার ৯২ শতাংশ বাণিজ্য হয়েছে চীনের সঙ্গে। পিয়ংইয়ংকে হাজার হাজার টন তেল ও জ্বালানি সরবরাহ করে বেইজিং। যুক্তরাষ্ট্র বারবার অভিযোগ করে আসছে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে কঠোর পদক্ষেপন নেওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে চীন।

এদিকে উত্তর কোরিয়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, জাতিসংঘ আবারও কোনো নিষেধাজ্ঞা আরোপ করলে এর কঠোর জবাব দেওয়া হবে। এছাড়া যুক্তরাষ্ট্র একটি যুদ্ধ শুরুর পায়তারা করছে বলেও অভিযোগ করেছে দেশটি।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০৮, ২০১৭)