স্টাফ রিপোর্টার : মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের বিরুদ্ধে মানবতার প্রশ্নে বাংলাদেশ সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামছুজ্জামান দুদু।

শনিবার দুপুরে বাংলাদেশ ইসলামিক পার্টি ঢাকা মহানগরীর উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘মিয়ানমারে অব্যাহত রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন-নিপীড়ন ও গণহত্যার প্রতিবাদে’ এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।

দুদু বলেন, ‘অনেক ব্যাপারে বাংলাদেশের পরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন দেশ সফর করেন। কিন্ত রোহিঙ্গাদের প্রশ্নে পরাষ্ট্রমন্ত্রী এবং প্রতিমন্ত্রী আশ্চর্যজনক নীরবতা পালন করছেন। আমরা সরকারকে পরিষ্কার ভাষায় বলতে চাই রোহিঙ্গা ইস্যুতে দেশবাসী এবং সব রাজনৈতিক দলের সঙ্গে আলাপ-আলোচনা করে ঐক্যবদ্ধভাবে রোহিঙ্গা নির্যাতনের ইস্যুটিকে জাতিসংঘে উত্থাপন করা হোক।

তিনি বলেন, ‘এক্ষেত্রে অনির্বাচিত সরকার কূটনৈতিক ও মানবতা দু’ক্ষেত্রেই ব্যর্থতার পরিচয় দিয়েছে। আন্তর্জাতিকভাবে মানবতার ক্ষেত্রে এবং বিপন্ন মানুষের পাশে দাঁড়াতেও তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে।’

বিএনপির এই নেতা বলেন, ‘মিয়ানমারে মুসলমানদের টার্গেট করে গণহত্যা চালানো হচ্ছে। আমাদের পাশের দেশ ভারতের সঙ্গে আমাদের গভীর বন্ধুত্ব রয়েছে। কিন্তু দুঃখজনক হলেও বেদনার কারণ, বর্তমানে রোহিঙ্গা প্রশ্নে ভারত সরকার বার্মার পক্ষে অবস্থান নিয়েছে। যা আমরা বিভিন্ন পত্র-পত্রিকায় দেখতে পাচ্ছি। আমরা জানি গায়ের জোরে সরকারের পাশে কেউ থাকে না, অনির্বাচিত অবৈধ সরকারের সাথে কেউ থাকে না। রোহিঙ্গা প্রশ্নে আমরা আবার সেটা দেখতে পেলাম।’

তিনি বলেন, ‘১৯৭১ সালে আমরা ভারতে আশ্রয় নিয়েছিলাম। তারা আমাদের সেই সুযোগটি দিয়েছিল। সেই ৭১ এর পরিস্থিতি মাথায় নিয়ে আমরা মিয়ানমারের রোহিঙ্গাদের মানবিক দৃষ্টিতে বাংলাদেশে আশ্রয় দিতে পারি। তারপর আলোচনার মাধ্যমে সংকট কাটিয়ে আমরা তাদের মিয়ানমারে ফেরত দিতে পারি।’

দুদু আরও বলেন, ‘বাংলাদেশে একটা রাজনৈতিক সংকট আছে। কিভাবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা যায় এ ব্যাপারে একটা আন্দোলন আছে। গুম, খুন, সন্ত্রাসের বিরুদ্ধে জনগণকে রক্ষা করতেও আন্দোলন আছে। এর ভিতরে মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের হত্যা করা হচ্ছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাই।’

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া, আল মামুন, জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপন, কল্যাণ পার্টির ভাইস চেয়ারম্যান সাইদুর রহমান তামান্না, স্বাধীনতা অধিকার আন্দোলনের সভাপতি ড. কাজী মনিরুজ্জামান মনির প্রমুখ।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ০৯, ২০১৭)