রংপুর প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জের নিধিরামপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও স্থানীয় পল্লী চিকিৎসক এবং বিএনপি নেতা নায়েব আলী আকন্দের (৪০) খোঁজ ৫ দিনেও মেলেনি। গত বুধবার (৬ সেপ্টেম্বর) থেকে তিনি নিখোঁজ রয়েছেন। তার সন্ধান না মেলায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন স্বজনরা।

পারিবারিক সূত্র জানায়, উপজেলার ভেণ্ডাবাড়ী ইউনিয়নের মহেষপুর (মুরালীপুর) গ্রামের আব্দুল কাইয়ুম কবিরাজের ছেলে স্কুলশিক্ষক নায়েব আলী গত ৬ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে রংপুর বিআরটিএ অফিসে তার ব্যবহৃত মোটরসাইকেলের রেজিস্ট্রেশন করার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর আর তিনি ফেরেননি। তার ব্যবহৃত মোবাইল ফোনটিও বন্ধ রয়েছে। পরিবারের লোকজন তাদের আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।

এ ঘটনায় নায়েব আলীর ছোট ভাই ফরহাদ আহম্মেদ মোমিন গত ৭ সেপ্টেম্বর পীরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি নায়েব আলীর নিখোঁজের ঘটনায় তার পরিবার, এলাকাবাসী, সহকর্মী শিক্ষক ও ছাত্রছাত্রীরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন।

শনিবার সরজমিনে নায়েব আলীর বাড়িতে গিয়ে দেখা গেছে, নায়েব আলীর স্ত্রী মৌলুদা বেগম, অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ে নাইমুন্নাহার নিলা ও ১ম শ্রেণি পড়ুয়া মেয়ে নুশরাত জাহান নিমু বার বার কান্নায় ভেঙে পড়ছেন। প্রতিনিয়ত প্রতিবেশীরা তার বাড়িতে ভিড় করছেন এবং নায়েব আলীর পরিবারকে সান্তনা দেয়ার চেষ্টা করছেন। কেউ জানেন না পরিবারের একমাত্র উপার্জনক্ষম নায়েব আলী আকন্দ এখন কোথায় কী অবস্থায় আছেন।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম আজাদ বলেন, নিখোঁজ শিক্ষক নায়েব আলী আকন্দ পীরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য। তাকে অক্ষত অবস্থায় ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

এ ব্যাপারে ভেন্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ সুশান্ত কুমার জানান, নায়েব আলীকে উদ্ধারে বিভিন্ন জায়গায় অভিযান চলছে।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১০, ২০১৭)