স্টাফ রিপোর্টার : মানবতাবিরোধী অপরাধের অভিযোগে কিশোরগঞ্জের সৈয়দ মো. হাসান আলীর বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

রবিববার ধানমণ্ডির সেফহোমে এক সংবাদ সম্মেলনে তদন্ত সংস্থার প্রধান সমন্বয়ক এম এ হান্নান খান ও সমন্বয়ক সানাউল হক এ প্রতিবেদন প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে তারা জানান, আজকের মধ্যেই এ প্রতিবেদন প্রসিকিউশনের কাছে জমা দেওয়া হবে ।

হাসান আলীর বিরুদ্ধে হত্যা, গণহত্যা, অগ্নিসংযোগ, লুট, আটক ও নির্যাতনের ৬টি অভিযোগ আনা হয়েছে ।
এর মধ্যে ২৪ জনকে হত্যা, ১২ জনকে অপহরণ ও আটক এবং ১২৫টি ঘরে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগ রয়েছে।

হাসান আলী মুক্তিযুদ্ধের সময় কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার রাজাকার কমান্ডার ছিলেন বলেও জানানো হয়। তার বিরুদ্ধে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে সোমবার তদন্তের চূড়ান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারণ করা আছে।

(ওএস/এইচআর/জুন ২৯, ২০১৪)