চট্টগ্রাম প্রতিনিধি : মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর অমানবিক নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা আরও চারজন রোহিঙ্গা গুলিবিদ্ধ অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার রাতে তাদেরকে হাসপাতালে আনা হয়।

হাসপাতালে ভর্তি হওয়া রোহিঙ্গারা হলেন- মংডুর সোহাগপাড়ার শফিরনের ছেলে ইমাম ফরিদ (১৬), কুল্লং এলাকার আবদু জামানের ছেলে শওকত উল্লাহ (২৮), সোহাগপাড়ার নুরু হোসেনের ছেলে মো. তাহের (২১) ও নবী হোসেনের ছেলে আবদুল করিম (১৯)। তাদের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বলেন, গুলিবিদ্ধ আরও চার রোহিঙ্গা হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে তিনজন পায়ে গুলিবিদ্ধ। অপর জন উরুতে গুলিবিদ্ধ হয়েছেন।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১২, ২০১৭)