বিজ্ঞান ডেস্ক : নভোচারীরারা প্রচণ্ড সৌর ঝড়ের সময়ে আত্মরক্ষার জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা আইএসএসের বিশেষ আশ্রয় কেন্দ্রে লুকিয়ে ছিলেন। এ তথ্য দিয়েছেন মস্কোর পরমাণু বিজ্ঞানী মিখাইল প্যানাসিউক। গত সপ্তাহে বেশ কয়েক দফা সৌর ঝড় হয়েছে। এর মধ্যে একটি গত এক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিল।

আইএসএসের ভেতর অস্থায়ী আশ্রয় কেন্দ্র লুকিয়ে থাকতে হবে বলে সতর্ক বার্তা পান সেখানকার নভোচারীরা। মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। গতকাল এ সৌর ঝড় হয়েছে বলে জানিয়েছেন বিশ্বের বিজ্ঞানীরা।

চলতি মাসের ৭ তারিখে যে সৌর ঝড় হয়েছিল এ ছিল তার চেয়েও শক্তিশালী। চলতি মাসের শুরুর দিকে অন্তত সাত দফা সৌর ঝড় হয়েছে বলে জানিয়েছ মার্কিন মহাকাশ সংস্থা নাসা।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১২, ২০১৭)