স্বাস্থ্য ডেস্ক : দৈনন্দিন জীবনযাত্রায় এখন অবিচ্ছেদ্য এক গ্যাজেট হয়ে উঠেছে স্মার্টফোন। কথা বলার পাশাপাশি আবহাওয়ার পূর্বাভাস জানা বা নগরের অপরিচিত এলাকায় রাস্তা খুঁজে বের করা থেকে শুরু করে সময় কাটানোর জন্য গেম খেলা, ফেসবুকিং পর্যন্ত— সব কাজেই ব্যবহার হচ্ছে স্মার্টফোন।

আমাদের জীবনযাত্রায় স্মার্টফোন ব্যবহার করা বা এর সহায়তা নেয়া যায় না, এমন ক্ষেত্র এখন খুঁজে বের করা মুশকিল। সর্বসংকটের ত্রাতা এ স্মার্টফোন আবার একই সঙ্গে হয়ে উঠছে আমাদের বড় আরেক সংকটের কারণ। অতিমাত্রায় স্মার্টফোন ব্যবহারের কারণে ভোঁতা হয়ে আসছে আমাদের মস্তিষ্ক। কমছে স্মরণশক্তি ও শেখার আগ্রহ এবং প্রবণতা। স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার ধার কমাচ্ছে মানবজাতির সবচেয়ে বড় সম্পদ বুদ্ধিমত্তার।

নিউরোসায়েন্টিস্ট সুসান গ্রিনফিল্ডের ভাষ্য অনুযায়ী, এখনকার প্রজন্মের কাছে কোনো সমস্যার সমাধান নিজে খুঁজে বের করা বা জ্ঞানার্জনের প্রয়োজনীয়তা কমিয়ে দিয়েছে প্রযুক্তির অতিব্যবহার।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১২, ২০১৭)