জামালপুর প্রতিনিধি : পৃথক দুই অভিযানে ৮শ পিছ ইয়াবা ও ১শ গ্রাম হিরোইনসহ ৪ জনকে গ্রেফতার করেছে জামালপুর ডিবি পুলিশের দল। জামালপুর জেলা শহরের মিতালি মার্কেট থেকে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরীর উমর আলীর (৩৪) ও একই জেলার উলিপুরের শাহিনুর রহমান (৩৫) কে ৮শ পিছ ইয়াবাসহ এবং  মাদারগঞ্জ উপজেলার গাবের গ্রামে গত সোমবার রাতে ১০০ গ্রাম হিরোইনসহ স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ জিয়াউল ইসলামের নের্তৃত্বে ডিবি পুলিশের অভিযানে শহরের মিতালি মার্কেটের সামনে থেকে সন্দেহজনক ঘোরাফেরাকালে কুড়িগ্রামের নাগেশ্বরীর উমর আলী ও কুড়িগ্রামের উলিপুরের শাহিনুর রহমানকে ৮শ পিছ ইয়াবাসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জামালপুরে ইয়াবা বিক্রি করতে এসেছিল বলে জানিয়েছে।

অপরদিকে, এস আই খাইরুল ইসলামের নেতৃত্বে মাদারগঞ্জ উপজেলার গাবের গ্রামে অভিযান চালিয়ে বিক্রেতা বাবুলের বাড়ি থেকে ১০ লাখ টাকা মুল্যের ১০০ গ্রাম হিরোইন উদ্ধার করে ডিবি পুলিশ। এ সময় বাবুল মিয়া (৩৩) ও তার স্ত্রী জুইঁ বেগম (২৮) কে গ্রেফতার করা হয়। তাদেরকে মঙ্গলবার দুপুরে আদালতে সোপর্দ করলে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছে বিজ্ঞ আদালত।

সদর থানার অফিসার ইনচার্জ নাছিমুল ইসলাম জানান, পৃথক দুই স্থানে মাদকবিক্রেতাদের গ্রেফতারের ঘটনায় জামালপুর সদর থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

(আরআর/এসপি/সেপ্টেম্বর ১২, ২০১৭)