স্টাফ রিপোর্টার : সুইস ব্যাংকে বাংলাদেশিদের রাখা টাকা ফিরিয়ে আনা হবে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন ঘোষণার পরিপ্রেক্ষিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, “সুইস ব্যাংকে রাখা টাকা আওয়ামী লীগ নেতাদের।

আওয়ামী লীগই এর তদন্ত করলে প্রকৃত সত্য বের হবে না। এজন্য আমরা দাবি জানাচ্ছি, আন্তর্জাতিকভাবে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এই টাকা দেশে ফেরত আনা হোক।”

রবিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বি্‌এনপি নেতা চৌধুরী আলম গুম হওয়ার চার বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ফখরুল এ্ই দাবি করেন।

ফখরুল বলেন, “আমরা ইতিমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে দেখেছি, আওয়ামী লীগ নেতারা কানাডা, নিউ ইয়র্ক, মালয়েশিয়াসহ বিভিন্ন স্থানে বাড়ি করেছেন। দেশের টাকা লুটে তারাই সুইস ব্যাংকে জমা রেখেছেন।

(ওএস/এটিআর/জুন ২৯, ২০১৪)