রাজবাড়ী প্রতিনিধি : নদীতে স্রোত এবং ফেরি সঙ্কটের কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌ রুটের রাজবাড়ীর দৌলতদিয়ায় প্রায় পাঁচ শতাধিক যানবাহন নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে। বুধবার দুপুরে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের ইমামবাড়ী পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়কে এ যানজটের সৃষ্টি হয়েছে।

এতে নদী পারের অপেক্ষায় আটকা পড়েছে প্রায় শতাধিক যাত্রবাহী বাস ও সাড়ে তিন শতাধিক পণ্যবাহী ট্রাকসহ অন্যান্য যানবাহন।

দৌলতদিয়া ঘাট ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় প্রায় দেড় কিলোমিটার সড়কে সাড়ে তিন শতাধিক পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাস রয়েছে। তবে যানজট নিরসনে তারা নিরলসভাবে কাজ করছেন সড়কে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ জানান, নদীতে স্রোতের কারণে ফেরি চলাচল ব্যাহত হওয়ায় এ যানজটের সৃষ্টি হচ্ছে। এ রুটে ১৮টি ফেরির মধ্যে ১৫টি ফেরি চলাচল করছে এবং চারটি ফেরি ঘাটের চারটি ঘাট চালু রয়েছে। দৌলতদিয়া প্রান্তে নদী পারের অপেক্ষায় সব মিলিয়ে প্রায় সাড়ে তিন শতাধিক যানবাহন সিরিয়ালে রয়েছে।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৩, ২০১৭)