মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুর সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে ‘বাংলাদেশে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন : স্থানীয় পর্যায় করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা শনিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হয়।

সনাক সভাপতি খান মো. শহীদের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আইনজীবী সমিতির সভাপতি ও মাদারীপুর লিগাল এইড এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ফজলুল হক।
সভায় ড. ইফতেখারুজ্জামান বলেন, আমাদের দুই নেত্রীর নেতিবাচক সম্পর্কের প্রভাব জাতীয় জীবনেও পড়েছে। তিনি বলেন, বড় বড় দুর্নীতিবাজদের যথাযথ শাস্তি না হওয়ায় দুর্নীতি কমছে না। রাজনীতির সাথে ব্যবসা যুক্ত হওয়ায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। দুর্নীতিরোধ ও সুশাসন প্রতিষ্ঠায় কোন সরকারই তার নির্বাচনী অঙ্গীকার পরোপুরি পালন করছে না। দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালী করছে না।
সনাক সদস্য শাহাদাত হোসেন লিটন এর সঞ্চালনায় আলোচন সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সনাক সদস্য সাহানা নাসরীন রুবী। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন সাবেক পৌরসভার মেয়র চৌধুরী নুরুল আলম বাবু চৌধুরী, মুক্তিযোদ্ধা জেলা ইউনিট কমান্ডার শাহজাহান হাওলাদার, পৌরসভার সাবেক মেয়র মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, বিএমএ’র সভাপতি ডা. আব্দুল বারী, প্রণব মঠের স্বামীজী জীবনান্দজী মহারাজ প্রমুখ।
সভায় আরো উপস্থিত ছিলেন সরকারি বেসরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সনাক, স্বজন, ইয়েস ও ইয়েস ফ্রেন্ডসসহ বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক মানুষ।
(এএসএ/এএস/জুন ২৯, ২০১৪)