শেরপুর প্রতিনিধি : মিয়ানমারে রোহিঙ্গাদের উপর ইতিহাসের জঘন্যতম বর্বরোচিত গণহত্যা, গণধর্ষণ ও নিজ ভূমি থেকে উচ্ছেদের প্রতিবাদে শেরপুরে মানববন্ধন করেছে নাগরিক সংগঠন জনউদ্যোগ।

বৃহস্পতিবার দুপুরে শহরের চকবাজার কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত¡রে আয়োজিত ঘন্টাব্যাপী এ মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে জেলা মানবাধিকার কমিশন, মহিলা পরিষদ, উদীচী, রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ, রোটার‌্যাক্ট ক্লাব, আর্তনাদ, হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম, শেখ রাসেল শিশুমঞ্চ, রক্ত দিন জীবন বাঁচান, নারী রক্তদান সংস্থা, আলোর মিছিল, বাংলার মুখ সংগঠনের নেতা-কর্মীসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জেলা মহিলা পরিষদের সভাপতি জয়শ্রী দাস লক্ষ্মী, জনউদ্যোগের আহবায়ক আবুল কালাম আজাদ, জেলা উদীচী সভাপতি অধ্যাপক তপন সারওয়ার, কবি সংঘ সভাপতি তালাত মাহমুদ, জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক মাসুম ইবনে শফিক, জেলা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক শওকত হোসেন, প্রেসক্লাব সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, সাংবাদিক হাকিম বাবুল, জেলা আ’লীগ নেতা শামীম হোসেন, কার্টুনিস্ট সাইফুল ইসলাম শাহীন, সোহেল রানা, উপজেলা ছাত্রলীগের সভাপতি ছায়েদুর রহমান শাওন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে রোহিঙ্গাদের জন্মভূমি রাখাইন প্রদেশে তাদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমারের ফ্যাসিস্ট সরকারের প্রতি আহ্বান জানান। সেইসাথে তারা মিয়ানমারে রোহিঙ্গা নিধনযজ্ঞের ঘটনায় অং সান সুচির ভূমিকার সমালোচনা করে তার নোবেল শান্তি পদক প্রত্যাহারের দাবি জানান।

(এইচবি/এসপি/সেপ্টেম্বর ১৪, ২০১৭)