স্টাফ রিপোর্টার : পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বলেছেন, যেকোনো উন্নয়ন প্রকল্প প্রস্তাবের পূর্বে অবশ্যই এর উপযোগিতা যাচাই করতে হবে। কত মানুষ এর সুবিধা ভোগ করবে এবং দেশের প্রেক্ষাপটে এর কার্যকারিতা যাচাই করে নিতে হবে।

বৃহস্পতিবার রাজধানীর শের-ই-বাংলা নগরের এনইসি অডিটরিয়ামে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ আয়োজিত প্রভাব মূল্যায়ন সমীক্ষা প্রতিবেদনের ওপর কর্মশালায় অনুষ্ঠানের সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পরিকল্পনামন্ত্রী এ সময় প্রকল্প বাস্তবায়ন নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

২২টি সমাপ্ত প্রকল্প নিয়ে এই কর্মশালার আয়োজন করা হয়। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল এ ধরনের আয়োজনকে সাধুবাদ জানান। প্রায়ই এ ধরনের আয়োজনের বিষয় তাগিদ প্রদান করেন।

তিনি কর্মশালার অন্যতম প্রকল্প ডেমু ট্রেন প্রকল্প নিয়ে বলেন, এ প্রকল্পের বেশ গুরুত্ব থাকা সত্ত্বেও কিছু সমস্যা অনস্বীকার্য। তাই দরকার ছিল প্রকল্প প্রস্তাবের পূর্বেই এই সমস্যাগুলো পর্যালোচনা করা।

মন্ত্রী বলেন, আমরা ডিজিটাল বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। মানুষের ঘরে ঘরে প্রযুক্তির সেবা পৌঁছে দিতে হবে। সবকিছু আরও সহজতর করতে হবে। এই খাতে ইতোমধ্যে আমরা অনেক সফলতা অর্জন করেছি। তারপরও আমাদের আরও অনেক কাজ বাকি। এক্ষেত্রে যেসব প্রতিবন্ধকতা রয়েছে তা দূরকরে আমাদেরকে এগিয়ে যেতে হবে।

পরিকল্পনামন্ত্রী কর্মশালায় উপস্থিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, আপনাদের দায়িত্ব আপনাদের ইবাদত। তাই যার যার দায়িত্বে নিষ্ঠাবান হবেন। আপনারা জনগণের সেবা করছেন, দেশের সেবা করছেন, দেশকে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। আপনারা অবশ্যই সৌভাগবান তাই আপনারা মানুষের সেবা করার সুযোগ পেয়েছেন। তাই আপনার নিজ নিজ অবস্থান থেকে দেশ ও জাতির কল্যান সাধন করবেন।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৫, ২০১৭)