শেরপুর প্রতিনিধি : শেরপুরে সদর উপজেলা পরিষদের আয়োজনে গ্রামীণ ঐতিহ্যবাহী খেলাধুলা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুন রবিবার শহরের শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে দিন ব্যাপী এ গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হয়। এসব গ্রামীণ ধেলাধুলার মধ্যে ছিলো-হা-ডু-ডু, দাঁড়িয়াবান্ধা, মোরগ লড়াই, তৈলাক্ত বাঁশ বেয়ে ওপরে ওঠা, বউচি, কানামাছি ও দঁড়ি লাফ। শিক্ষার্থী এবং সাধারণ মানুষ এসব খেলায় অংশগ্রহণ ও উপভোগ করে নির্মল আনন্দ লাভ করেন।

খেলা শেষে অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরন করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ জাকীর হোসেন। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর ইউএনও আইরীন ফারজানা। অন্যান্যের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা শামীমা, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক হাকিম বাবুল প্রমুখ বক্তব্য রাখেন।
(এইচবি/এএস/জুন ২৯, ২০১৪)