স্টাফ রিপোর্টার, ঢাকা : রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরি বাজারে হার্ডওয়ার দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় শুক্রবার রাত সাড়ে ১১টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে আবদুল মোতালেব (১৩) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। আবদুল মোতালেবের গ্রামের বাড়ি লক্ষীপুরের রামগঞ্জ থানার তেতুরী গ্রামে। তিনি মাহফুজ সুইং হার্ডওয়ারের কর্মচারী ছিলেন।

এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা ৪ জনে দাঁড়াল। এর আগে শুক্রবার দুপুর ১২টা ৫৫ মিনিটে বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মাহফুজ সুইংয়ের মালিকের বন্ধু ইব্রাহীম খলিল (৩৫)। এর আধাঘণ্টা পর মারা যান দোকানের ম্যানেজার শফিউল আজম (৪৫)। এর আগে আবদুল লতিফ (৬০) নামের এক ভ্যানচালক বৃহস্পতিবার রাত ১টার দিকে মারা যান।

অগ্নিদগ্ধদের মধ্যে এখনও যাদের অবস্থা আশঙ্কাজনক তারা হলেন- পাশের একটি প্রতিষ্ঠানের নিরাপত্তা কর্মী জাকির হোসেন (৩৮) এবং দোকানের মালিক মাহাবুবুর হাসান মাফুজ (৩৬)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড সার্জারি বিভাগের অধ্যাপক সাজ্জাদ খন্দকার জানান, অগ্নিকাণ্ডে ১১ জন রোগী ভর্তি হন। যার মধ্যে ৬ জনের অবস্থা ছিল আশঙ্কাজনক। এদের মধ্যে চার জন মারা গেছেন। আশঙ্কাজনক বাকি ২ জনকেও নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে।

উল্লেখ, বৃহস্পতিবার বেলা সোয়া ২টার দিকে পূর্ব তেজতুরী বাজারের আলাউদ্দীন গার্মেন্টসের নিচতলায় মাহফুজ সুইং অ্যান্ড সার্ভিস নামে একটি দোকানে আগুন লেগে দগ্ধ হন ১১ জন।

(ওএস/অ/এপ্রিল ১২, ২০১৪)