শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী সরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির দাবীতে শিক্ষার্থীরা ২৯ জুন রবিবার দুপুরে বিক্ষোভ ও মানববন্ধন করেছে। শিক্ষার্থীদের চাপের মুখে কলেজ কর্তৃপক্ষ ভর্তি কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে।

কলেজ সূত্রে জানা গেছে, শ্রীবরদী সরকারি কলেজে ২০১৪-১৫ সেশনে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন পড়েছে মানবিকে ৭৮০, বাণিজ্যে ২৫০ সহ ১২ শতাধিক শিক্ষার্থী। কিন্তু কলেজটিতে আসন রয়েছে মানবিক ৩০০, বাণিজ্যে ১৫০ ও বিজ্ঞান শাখায় ১৫০। কলেজ কর্তৃপক্ষ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে মানবিকে অতিরিক্ত ১৫০ ও বাণিজ্য শাখায় ১০০ আসন বৃদ্ধির আবেদন করলে ২২ জুন এক আদেশে শ্রীবরদী সরকারি কলেজে মানবিক শাখায় ১০০ আসন বৃদ্ধির অনুমতি প্রদান করে। কিন্তু ২৬ জুন আরেক আদেশেপত্রে পূর্বের আদেশ স্থগিত করা হয়। এনিয়ে কলেজ কর্তৃপক্ষও বিপাকে পড়েন। কিন্তু রবিবার ভর্তি বঞ্চিত শিক্ষার্থীরা ভর্তির সুযোগ ও আসন বৃদ্ধির দাবিতে কলেজ ক্যাম্পাসে মানববন্ধন ও বিক্ষোভ করেছে। পরে শিক্ষার্থীদের চাপের মুখে কলেজ কর্তৃপক্ষ ভর্তি কার্যক্রম স্থগিত করে দেয়। রবিবার ছিল ভর্তি প্রক্রিয়ার শেষ দিন।

এ ব্যাপারে শ্রীবরদী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর নাছির উদ্দিন জানান, আসন বর্ধিত করে আবার স্থগিত করায় আমরা বিপাকে পড়েছি। তাছাড়া এবার পাশের হার বেশি হওয়ায় শিক্ষার্থীর চাপও বেশি। এ মূহুর্তে আসন সংখ্যা বৃদ্ধি করা না হলে অনেক শিক্ষার্থী এ শিক্ষাবর্ষে ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হবে। উদ্ভুত পরিস্থিতিতে আমরা কর্তৃপক্ষকে বিষয়টি অবহিত করেছি।
(এইচবি/এএস/জুন ২৯, ২০১৪)