মোঃ আব্দুল কাইয়ুম, মৌলভীবাজার : মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম গণহত্যা, বর্বর নির্যাতন, সম্পদ লুন্টন,ধর্ষণ ও রোহিঙ্গাদের গ্রামে অগ্নিকান্ডের প্রতিবাদে ও তাদেরকে নিরাপদে ফিরিয়ে নেয়ার দাবিতে আজও মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সমূহ।

শনিবার সকালে প্রেসক্লাব প্রাঙ্গণে সচেতন নাগরিক সমাজের আয়োজনে ঘন্টাব্যাপি মানববন্ধন শেষে মায়ানমার নেত্রী অং সান সুচির কুশপুত্তলিকা দাহ করে ও সুচির ফাঁসি চাই বলে নানা স্লোগান দেয়। এসময় বিক্ষোভকারীরা সুচির নোবেল পুরুষ্কার ফিরিয়ে নিতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।

সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক এম মুহিবুর রহমান মুহিব এর সভাপতিত্বে মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, সমাজ সেবক ও লেখক ছাদেক আহমদ, সমাজ সেবক ডাঃ ছাদিক আহমদ, সিনিয়র সাংবাদিক বকশি ইকবাল আহমদ, এডভোকেট আব্দুল মতিন চৌধুরী, আ.স .ম ছালেহ সুহেল, মাওলানা আব্দুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ, জেলা জাতীয় পার্টির সভাপতি সৈয়দ শাহাব উদ্দিন, যুক্তরাজ্য কমিউনিটি নেতা মকিস মনসুর আহমদ, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার (মৌলভীবাজার) মু, ইমাদ উদ-দীন, এ্যাডভোকেট হাফেজ আব্দুল হালিম, হাফেজ তাজুল ইসলাম, এমদাদুল হক, আহমদ উর রহমান ইমরান, মাহিরুল ইসলাম মাহির, রুহিন আহমদ, মেরাজ চৌধুরী, এম এ সামাদ, রুয়েল চৌধুরী, জুবায়ের আলী আহমদ ও শাকিল আহমদ প্রমুখ।

এদিকে শনিবার বিকালের দিকে মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর নির্মম হত্যাযজ্ঞের প্রতিবাদে ২০দলীয় জোটের শরিক দল খেলাফত মজলিস মৌলভীবাজার শহর শাখার উদ্যেগে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

টাউন জামে মসজিদ থেকে আছরের নামাজের পর কয়েকশ নেতাকর্মীরা নানা রঙের প্লেকার্ড বহন করে মায়ানমারের রাখাইন রাজ্যে সংঘটিত গণহত্যার প্রতিবাদ জানান। মিছিলটি চৌমুহনা হয়ে শহরের কুসুমবাগ এলাকায় সমাবেশের মাধ্যমে শেষ হয়। খেলাফত মজলিস শহর সাধারণ সম্পাদক, প্রিন্সিপাল আবিদুর রহমান এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন শহর শাখার সভাপতি মাওলানা সৈয়দ মুজাদ্দেদ আলী, জেলার সহ সাধারণ সম্পাদক সৈয়দ সাইফুর রহমান, সহ সাধারণ সম্পাদক মাহফুজুল ইসলাম, খিজির মোহাম্মদ জুলফিকার, জেলা বায়তুলমাল সম্পাদক মাওঃ মুজিবুর রহমান, ছাত্র মজলিসের সাবেক কেন্দ্রীয় সভাপতি সোহাইল আহমদ, জেলা সভাপতি ফরহাদ সাইফুল্লাহ, খেলাফত মজলিস সদর দক্ষিন সভাপতি মাওঃ শিব্বির আহমদ, সদর উত্তরের সভাপতি মাওঃ এম,এ মতিন , ছাত্র মজলিস শহর সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।

(একে/এএস/সেপ্টেম্বর ১৬, ২০১৭)