রাজন্য রুহানি, জামালপুর : জামালপুরের মেলান্দহে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধুনিক ও উন্নতমানের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে উদ্যোগ নিয়েছে ইউনাইটেড ট্রাস্ট। স্বাস্থ্য কমপ্লেক্সের সংস্কার ও সেবার মান উন্নয়নের লক্ষ্যে শনিবার দুপুরে ট্রাস্ট মিলনায়তনে এ বিষয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ডাক্তারদের সেবা নেই, দেশপ্রেম নেই জানিয়ে প্রধান অতিথি পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম বলেন, কোনো প্রতিষ্ঠান সরকারিকরণ হলে জনগণ সেখানে সেবা পায়না। চাকরিও করতে চায়না কর্মকর্তারা। তাদের দেশপ্রেম বলতে কিছুই নেই। সরকারি দায়িত্বে হালাল রোজগারে পেট না ভরায় অনেক ক্ষেত্রে ওইসব প্রতিষ্ঠান থেকে কাক্সিক্ষত সেবা পায়না জনগণ। সেবার মান পড়ে যাওয়ায় সরকারের সাথে কাজ করতে এগিয়ে এসেছে ইউনাইটেড ট্রাস্ট।

ট্রাস্টটি মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সাথে যৌথভাবে আর্ন্তজাতিক মানের সেবা দেওয়ার প্রতিশ্রুত ব্যক্ত করেন। ট্রাস্ট্রের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ফজলুর রহমান তিন বছরের কর্মপরিকল্পনা তুলে ধরে বলেন, ডাক্তার ও কর্মচারী নিয়োগ সরকারিভাবেই হবে। রোগীদের সেবার প্রয়োজনে বিভাগ অনুযায়ী নিয়োগ দিবে ট্রাস্ট। এছাড়াও হাসপাতালের ওষুধ ও বিছানাপত্র থেকে শুরু করে আধুনিক চিকিৎসাসেবার লজিস্টিক সকল সার্পোটই দিবে ইউনাইটেড। ডা. মোশায়ের উল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরীসহ সরকারী স্বাস্থ্য বিভাগ ও ইউনাইটেড ট্রাস্টের কর্মকর্তারা।

(আরআর/এএস/সেপ্টেম্বর ১৬, ২০১৭)