ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পাঁচটি নতুন নির্মাণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবাসিক এলাকাসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এ প্রকল্পের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. রাসিদ আসকারী।

ক্যাম্পাসে ১০ তলা বিশিষ্ট শিক্ষক কর্মকর্তা ভবন, পাঁচ তলা প্রভোস্ট হাউজ টিউটর কোয়াটার, মেডিকেল সেন্টার দ্বিতল করন, ৫০০ কেবিএ সাব স্টেশন নির্মাণসহ বিশ্ববিদ্যালয়ের অভ্যান্তরে পানির লাইন পুনঃস্থাপন করা হবে। এ নির্মাণ প্রকল্পে ব্যায় হবে ১৩ কোটি ৯৩ লাখ ৪৩ হাজার টাকা।

বিশ্ববিদ্যালয় প্রকৌশল অফিস সূত্র জানায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন-২য় পর্যায় শীর্ষক এ প্রকল্পের অধীনে ৩ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয়ে ১০ তলা শিক্ষক-কর্মকর্তা ভবন প্রথম ফেজ ৫ তলা পর্যন্ত নির্মাণ, ৩ কোটি ১১ হাজার ৪ শত টাকা ব্যয়ে ৫ তলা প্রভোস্ট হাউজ টিউটর কোয়ার্টার ৪ তলা পর্যন্ত নির্মাণ, ১ কোটি ৬৭ লক্ষ ১২ হাজার ৫৬৮ টাকা ব্যয়ে মেডিকেল সেন্টার দ্বিতলকরণের কাজ, ৩ কোটি ৪২ লক্ষ ১২ হাজার ৫১৩ টাকা ব্যয়ে ৫ শত কেভিএ সাবস্টেশন নির্মাণ এবং ১ কোটি ৩০ লক্ষ ৯৬ হাজার ৬১৫ টাকা ব্যয়ে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে পানির লাইন পুনঃস্থাপনের কাজ করা হবে।

বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন দফতরের ভারপ্রাপ্ত পরিচালক এইচ এম আলী হাসানের সঞ্চালনায় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রো-ভিসি প্রফেসর ড. শাহিনুর রহমান।

এছাড়া উপস্থিত ছিলেন- ট্রেজারার প্রফেসর ড. সেলিম তোহা, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. আনোয়ার হোসেন, বঙ্গবন্ধু পরিষদের একাংশের সভাপতি প্রফেসর ড. জাকারিয়া রহমান, ভারপ্রাপ্ত প্রধান প্রকৌশলী আলিমুজ্জামান টুটুল, তথ্য প্রকাশনা ও জনসংযোগ অফিসের উপ-পরিচালক মো. আতাউল হক, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম প্রমুখ।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৭, ২০১৭)