আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে রাস্তার পাশে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে কমপক্ষে ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সোমবার কান্দাহার প্রদেশে এ ঘটনা ঘটেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

প্রাদেশিক গভর্নরের মুখপাত্র ফাজেল বারি বারিয়ালাই বলেছেন, ‘সম্প্রতি আফগান বাহিনীকে লক্ষ্য করে তালেবানরা বোমাটি পুঁতে রেখেছিল। কিন্তু বেসামরিক নাগরিকদের গাড়িটি এই হামলার লক্ষ্যবস্তু হয়েছে। নিহত গাড়ির যাত্রীরা সবাই বয়সে তরুণ।’ এরা সবাই ওই এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন ফাজেল বারি।

সামরিক বাহিনীকে লক্ষ্য করে রাস্তার পাশে তালেবানদের পুঁতে রাখা এসব বোমা বেসামরিক লোকদের জন্য যে ক্রমাগত প্রাণঘাতী এবং উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে এ ঘটনা তারই ইঙ্গিত দিচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। জাতিসংঘের হিসেবে, চলতি বছরের প্রথম ছয় মাসে রাস্তায় পেতে রাখা বোমা ২৫২জন বেসামরিক নাগরিক নিহত এবং ২৯৫জন আহত হয়েছে।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৯, ২০১৭)