সাতক্ষীরা প্রতিনিধি : ছাগল চোর সন্দেহে এক মাদকাসক্ত কিশোরকে আটক করে মারপিটের পর ছিকল দিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ ওই কিশোরকে উদ্ধার করেছে। সোমবার সকাল ১১ টা থেকে সন্ধা ৬টা পর্যন্ত সাতক্ষীরা শহরের আনন্দপাড়ায় এ আটক রাখার ঘটনা ঘটে।

সাতক্ষীরা শহরের আনন্দপাড়ার অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য আব্দুর রহমান জানান, এক মাস আগে তার একটি ছাগল চুরি হয়ে যায় তার গোয়াল ঘর থেকে। দু’ সপ্তাহ আগে তিনি কাছারিপাড়ার আব্দুল আজিজের (নন্তে মামা) বাড়ির ভাড়াটিয়া রিক্সাওয়ালা রেজাউল ইসলামের ছেলে মাদকাসক্ত ছেলে ইকবাল হোসেকে (১৫) তার ঘরের জানালা দিয়ে উঁকি ঝুঁকি মারতে দেখেন। দরজা খুলে বাইরে আসতেই সে পালিয়ে যায়।

সোমবার সকাল ১১টার দিকে ইকবাল আবারো তার ঘরের মধ্যে ঢোকার চেষ্টা করার সময় তাকে আটক করে রাস্তার পাশে একটি চারা আম গাছের সঙ্গে বেঁধে রাখেন। খবর পেয়ে পুলিশ সোমবার সন্ধ্যায় তাকেসহ ইকবালকে থানায় নিয়ে যায়।

এলাকাবাসী জানায় , ইকবালের বাবা একজন রিক্সা চালক। তাদের আদি বাড়ি কালিগঞ্জে। ইকবালসহ একদল কিশোর এভাবেই মাদক সেবার জন্য পাড়ায় পাড়ায় মোবাইলসহ বিভিন্ন জিনিস পত্র চুরি করে আসছে। এর প্রতিকার না হওয়ায় তারা আরো বেপরোয়া হয়ে উঠেছে। ইকবালকে জিজ্ঞাসাবদ করলে এলাকায় ছাগল ও মোবাইল চুরিসহ বিভিন্ন চুরির ঘটনার সঙ্গে জড়িতদের নাম জানা যাবে। তারা অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য আব্দুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবি জানান।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মারুফ আহম্মদ জানান, বিষয়টি নিয়ে কি করা যায় সে জন্য সদর সমবায় কর্মকর্তাকে ডেকে পাঠানো হয়েছে। তিনি আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


(আরকে/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০১৭)