দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি : জেলার দুর্গাপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদপ্তরের অর্থায়নে কর্মজীবি ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচীর আওতায় পৌরসভার ২৫০জন ভাতাভোগীদের নিয়ে হেলথ ক্যাম্প অনুষ্টিত হয়।

মঙ্গলবার ভাতাভোগী ও তাদের সন্তানদের বিশেষজ্ঞ চিকিৎসক ডঃ গোফরানা আসরিন এর নেতৃত্বে স্বাস্থ্য পরীক্ষা করা হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তারের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত হেলথ ক্যাম্প সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ এমদাদুল হক খান। সভা শেষে ভাতাভোগীদের মাঝে প্রত্যোককে ১টি করে সাবান, ৪টি করে ওরস্যালাইন, ও ২টি করে ডানো পলিপ্যাক বিতরণ করা হয়।

(এনএস/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০১৭)