চট্টগ্রাম প্রতিনিধি : মিয়ানমারে সেনাবাহিনীর নির্যাতনে আহত আরও তিন রোহিঙ্গা চিকিৎসা নিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। কক্সবাজারের উখিয়া শরণার্থী শিবির থেকে সোমবার রাতে তাদের চট্টগ্রামে পাঠানো হয়।

আহতরা হলেন- মো. হাবিবউল্লাহ (১৭), মোহাম্মদ উল্লাহ (১৮) ও মোহাম্মদ আলম (১৮)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, ওই তিনজনের মধ্যে দুইজন বন্দুক ও লাঠির আঘাতে আহত; আর অন্যজন হাতির আক্রমণে আহত হয়েছেন। আহতদের মধ্যে হাবিবউল্লাহ মিয়ানমারের সেনা সদস্যদের বন্দুকের আঘাতে কোমর ও মেরুদণ্ডে আঘাত পেয়েছেন। আর মোহাম্মদ উল্লাহ হাতে আঘাত পেয়েছেন লাঠিপেটায়। এছাড়া আলম উখিয়ায় হাতির তাণ্ডবে আহত হয়েছেন।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০১৭)