রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : লক্ষ্মীপুরের রায়পুরে ভূমিদস্যু খোরশেদ আলম গংদের হয়রানি, হুমকি, ভূমিদৃস্যুতা, গাছ কাটা ও ফসল লুটপাটসহ নানান অত্যাচারে অতিষ্ট হয়ে উঠেছেন একেএম সামছুদ্দিন ভূঁইয়া নামের এক অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা। এ ঘটনার বিচার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করলেও থেমে নেই তাদের অত্যাচার। মঙ্গলবার সকালে (১৯ সেপ্টেম্বর) শহরের একটি প্রতিষ্ঠানে এক সংবাদ সম্মেলনে নানান অভিযোগ তুলে ধরে এসব অত্যাচার থেকে বাঁচার আঁকুতি জানিয়েছেন তিনি।

ক্ষতিগ্রস্ত কর্মকর্তা উপজেলার বামনী গ্রামের ভূঁইয়া বাড়ির বাসিন্দা একেএম শামছুদ্দিন ভূঁইয়া লিখিত বক্তব্যে বলেন, একই এলাকার খোরশেদ আলম ভূঁইয়া এলাকায় ভূমিদস্যু হিসেবে পরিচিত। ইতোপূর্বে তাঁর বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগ একাধিক মামলাও হয়েছিল। দফায় দফায় খোরশেদ ও তার লোকজন আমাদের বাড়ি, বাগান ও ফসলি জমিতে হানা দিয়ে গাছ ও ফসল লুটপাট করে নিয়ে যায়।

একই এলাকার শাহজাহান ভূঁইয়া ও আবু জাফর ভূঁইয়া নামে দুই ব্যক্তিও তাদের দ্বারা নির্যাতিত। পহেলা সেপ্টেম্বরও তারা লুটপাট চালায়। আমাদের অভিযোগে পুলিশ ঘটনাস্থলে গিয়েও সত্যতা পায়। এসব ঘটনায় ১১ সেপ্টেম্বর জাফর ভূঁইয়া স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে, ৬ সেপ্টেম্বর রায়পুর থানায় অভিযোগ করেছেন। উল্টো তারা আমাদেরকে মিথ্যা মামলা ও অভিযোগ দিয়ে হয়রানি করছে।

খোরশেদ আলম ভূঁইয়া অভিযোগ অস্বীকার করে বলেন, জমি নিয়ে আমাদের মধ্যে বিরোধ চলছে। আমরা আইনীভাবেই বিষয়টির মোকাবেলা করবো।

রায়পুর থানার উপ-পরিদর্শক মানিক বড়ুয়া বলেন, অভিযোগের তদন্ত চলছে। উভয় পক্ষকে নিয়ে ২৪ সেপ্টেম্বর বৈঠকের কথা রয়েছে। কাগজপত্র যাচাই সাপেক্ষে বিষয়টির পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।


(পিকেআর/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০১৭)