নড়াইল প্রতিনিধি : মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্মম নির্যাতন, হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ ও নিপীড়নের  প্রতিবাদে নড়াইলের লোহাগড়া উপজেলা এলাকায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলার প্রধান ফটোকের সামনের মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

লোহাগড়া উপজেলার সর্বস্থরের জনগণের আয়োজনে লোহাগড়া ইমাম পরিষদ ও লক্ষ্মীপাশা মাদ্রাসা সহযোগিতায় প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালে লক্ষ্মীপাশা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মুফতী মিরাজুল ইসলামের সঞ্চালনায় এবং কাশিপুর ইউনিয়নের কালুখালি মাদ্রাসার প্রিন্সিপাল মুফতী আব্দুর রকিবের সভাপতিত্বে বক্তৃতা করেন লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমীর লিটু, লক্ষ্মীপাশা ইউনিয়নের চেয়ারম্যান কাজী বনি আমিন, জয়পুর মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা বদরুল আলম, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান,রামপুরা মাদ্রাসার মুহতামিম আরিফুজ্জামান হেলালী, শামুকখোলা মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা কুতুবউদ্দিন,নড়াইল বরাশুলা মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মুহসিন উদ্দিন, হাফেজ ফয়সাল, সহ অনেকে।

মানববন্ধনে লক্ষ্মীপাশা মাদ্রাসা, লোহাগড়া আল-মারকাযুল, শামুকখোলা মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, নানা শ্রেণীপেশার মানুৃষ স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহণ
করেন।

বক্তারা অবিলম্বে মায়ানমারে মুসলমানদের হত্যা, ধর্ষণ ও জালাও-পোড়াও বন্ধ সহ অং সান সুচি সরকারের দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন।

(টিএআর/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০১৭)