সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ‘মাছ চাষে গড়বো দেশ বদলে দেবো বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে উন্মুক্ত জলাশয়ে রুই, কাতলা, মৃঘেল সহ বিভিন্ন প্রজাতির  মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

আজ (মঙ্গলবার) সকালে মাগুড়া বিনোদের প্লাবন ভূমিতে রাজস্ব খাতের ১লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে ৫শত ৩৬ কেজি পোনা ছাড়া হয় ।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩আসনের জাতীয় সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন,উপজেলা নির্বাহী অফিসার এস এম ফেরদৌস ইসলাম ,সিনিয়র মৎস্য কর্মকর্তা মোজ্জাম্মেল হক, মৎস্য কর্মকর্তা মো: হাফিজুর রহমান, তাড়াশ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহিনুর ইসলাম লাবু,ঢাকা মহানগর উত্তর সে¦চ্ছাসেবক লীগ এর দপ্তর সম্পাদক রবিউল আলম, তাড়াশ সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, মাগুড়া ইউনিয় পরিষদের সদস্য মনিরুজ্জামান সেন্টু, আরিফুল ইসলাম সহ আরো অনেকে ।

(এমএসএম/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০১৭)