লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক পংকজ সরকার (৪৫) কে মারপিটের ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল ১১টায় ইতনা স্কুল এন্ড কলেজের শিক্ষক-কর্মচারী এবং শিক্ষার্থীরা কলেজ চত্তর থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ইতনা চৌরাস্তা এলাকা প্রদক্ষিণ করে। পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ইতনা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বিশ্বনাথ চক্রবর্ত্তী, সহকারী অধ্যাপক আমিরুল ইসলাম, ফরিদ আহম্মদ, ও শিক্ষার্থী সমাজ শেখ।

প্রসঙ্গত, গত সোমবার দুপুর ১২টার দিকে দশম শ্রেণির কৃষি শিক্ষা ক্লাস নেওয়ার সময়ে শিক্ষার্থী পারভেজ অশোভন আচারণ করছিল। তার ধারাবাহিক বেয়াদবির কারণে ক্লাসের পরিবেশ নষ্ট হচ্ছিল। তাই তাকে একটি চড় মারি ও তিরস্কার করি। বিকেলে মোটরসাইকেলে স্ত্রীসহ বাড়ি ফেরার পথে লাঠি দিয়ে আমাকে বেধড়ক মারপিট করেছে। ঠেকাতে গিয়ে আমার স্ত্রী আরতি সরকার লাঞ্ছিত হয়েছেন। আরতি চরদৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। স্কুল ছুটি শেষে ওই শিক্ষক দম্পতি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিল।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম বলেন, এ ব্যাপারে সোমবার রাতে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আসামীকে আটকের চেষ্টা চলছে।

(আরএম/এএস/সেপ্টেম্বর ১৯, ২০১৭)