চাটমোহর (পাবনা) প্রতিনিধি : পাবনার চাটমোহর উপজেলার ডেফলচড়া গ্রামে ‘শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ’ স্লোগান নিয়ে মঙ্গলবার সকালে বিদ্যুতের আলোয় আলোকিত হলো ১১৩ টি পরিবার।

উদ্বোধন উপলক্ষে ডেফলচড়া কালিবাড়ী চত্বরে হান্ডিয়াল ইউনিয়ন আ. লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান রবিউল ইসলাম মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের সুইচ টিপে গ্রাম বিদ্যুতায়ন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও পাবনা-৩ এলাকার সংসদ সদস্য আলহাজ্ব মো. মকবুল হোসেন। সরকারী অর্থায়নে ৩৫ লাখ টাকা ব্যায়ে ডেফলচড়া গ্রামের ১১৩টি পরিবারকে বিদ্যুৎ সংযোগ দেয়া হয়।

বিশেষ অতিথি ছিলেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১’র জেনারেল ম্যানেজার শাহ জুলফিকার হায়দার পিইঞ্জ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আহসান হাবীব, সমিতি বোর্ডের সচিব মো. মাহাতাব হোসেন, ইউপি চেয়ারম্যান কেএম জাকির হোসেন, সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম। পরিচালনা করেন শাহ আলম প্রামানিক। বিদ্যুৎ সংযোগ পেয়ে উচ্ছসিত পরিবারগুলো বর্তমান সরকার, স্থানীয় জন প্রতিনিধি ও পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর কর্মকর্তাদের সাধুবাদ জানিয়েছেন।

(এসএইচএল/এসপি/সেপ্টেম্বর ১৯, ২০১৭)