কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেত্রকোনা-৩, কেন্দুয়া-আটাপাড়া নির্বাচনী এলাকায় নিজেকে আওয়ামীলীগের একজন সম্ভাব্য প্রার্থী হিসাবে ঘোষনা দিলেন মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট মো: সাইদুর রহমান মানিক। কেন্দুয়া উপজেলার দলপা ইউনিয়নের কুনিহাটি গ্রামে নিজ বাড়ি প্রাঙ্গনে আওয়ামীলীগের তৃণমূল নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে শুক্রবার দুপুরে এ ঘোষনা দেন তিনি। এরপর শনিবার রাত পর্যন্ত উপজেলার রামপুর, সান্দিকোনা, সাহিতপুর, জনতার বাজার ও বেখৈরহাটী বাজারে গিয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তিনি বলেন বাংলাদেশ আওয়ামীলীগের পার্লামেন্টারি বোর্ড যদি আমাকে মনোনয়ন দেন তাহলেই এ আসনে বিজয়ী হব ইনশাল্লাহ। আর যদি মনোনয়ন নাও পাই তবুও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার বিজয়ে দলীয় প্রার্থীর পক্ষে শক্তিশালীভাবে মাঠে নামব। এ্যাডভোকেট মো: সাইদুর রহমান মানিক ঢাকা আইনজীবি সমিতির নির্বাচিত সাবেক সভাপতি। বর্তমানে তিনি বঙ্গবন্ধ আওয়ামী আইনজীবি পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য এবং ঢাকা আইনজীবি সমিতি শাখার প্রেসিডিয়াম সদস্য। তিনি বলেন, কিশোরগঞ্জ গুরুদয়াল কলেজে অধ্যয়নকালীন ছাত্র ইউনিয়নের কর্মী হিসাবে ১৯৭৫ সালের ১৫ আগষ্ট বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদ মিছিল বের করেছিলেন। এর মধ্যে তিনিও একজন ছিলেন। বর্তমানে মায়ানমার সরকারের অধীনে রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদ জানান একই সঙ্গে রোহিঙ্গা শরানার্থীদের আশ্রয় দেবার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানান।

(এসবি/এএস/সেপ্টেম্বর ১৯, ২০১৭)