সাতক্ষীরা প্রতিনিধি : “রোহিঙ্গারা মরবে কেন, রাখাইন রাজ্যে শান্তি আনো” এই শ্লোগানকে সামনে রেখে মিয়ানমারে গণহত্যা ও রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত উক্ত মানববন্ধন কর্মসুচির আয়োজন করে প্রথমআলো বন্ধুসভা। প্রথমআলো বন্ধু সভার সভাপতি এস এম হাবিবুল হাসানের সভাপতিত্বে মানববন্ধন কর্মসুচিতে বক্তব্য রাখেন, সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যানার্জি, এপিপি এড. ফাহিমুল হক কিসলু, বেসরকারী উন্নয়ন সংস্থা স্বদেশের নির্বাহী পরিচালক মাধব দত্ত, অ্যাড. সোমনাথ ব্যানার্জী, জেলা মন্দিও সমিতির সভাপতি বিশ্বানাথ ঘোষ প্রমুখ।

মানববন্ধনে জেলার বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করেন।

মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে মিয়ানমারের গণহত্যা বন্ধসহ সেদেশের শান্তি স্থাপনের জোর দাবী জানান। একই সাথে তারা রোহিঙ্গাদের অধিকার ফিরিয়ে দেয়াসহ অং সান সূ চির নোবেল পুরস্কার স্থগিত করারও দাবি জানান।

(আরকে/এএস/সেপ্টেম্বর ১৯, ২০১৭)