মৌলভীবাজার প্রতিনিধি : বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আহবানে মৌলভীবাজার সদর উপজেলা ছাত্রদলের উদ্যোগে বন্যার্ত মানুষের মাঝে সদর উপজেলার একাটুনা ইউনিয়নের কানিয়া গ্রামে শতাধিক মানুষের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

আজ (বুধবার) দুপুরের দিকে বন্যায় আক্রান্ত মানুষের মাঝে চাল, তেল, ডাল, লবন, পেয়াজ, মোমবাতি, ম্যাচ, ওরস্যালাইন সহ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মৌলভীবাজার সদর উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ মামুন এর সভাপতিত্বে ও সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সাফিন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মুহিতুর রহমান হেলাল, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মৌলভীবাজার পৌরসভার কাউন্সিলর, বাংলাদেশ পৌর কাউন্সিলর এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক স্বাগত কিশোর দাশ চৌধুরী, জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী মারুফ, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সেলিম মোঃ সালাহ উদ্দিন, বক্তব্য রাখেন সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মাহবুব চৌধুরী, রাজন আহমদ, মোঃ রিপন মিয়া, ইসহাক আহমদ রাহিন, মৌলভীবাজার সরকারী কলেজ ছাত্রদলের আহবায়ক মোঃ রুবেল মিয়া, সরকারী কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজু আহমদ, উপজেলা ছাত্রদল নেতা শাহ আলম প্রমুখ।


(একে/এসপি/সেপ্টেম্বর ২০, ২০১৭)