স্টাফ রিপোর্টার : পুঁজিবাজারের তালিকাভুক্ত স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক অশোক কুমার শাহ এবং সিটি ব্যাংকের পরিচালক হোসেন মোহাম্মদ নিজ নিজ প্রতিষ্ঠানের শেয়ার ক্রয় করবেন। বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

ডিএসই জানিয়েছে, স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালক অশোক কুমার শাহ ব্যাংকটির ৫ লাখ শেয়ার কিনবেন। বিদ্যমান বাজার দরে পাবলিক মার্কেট থেকে আগামী ৩১ অক্টোবরের মধ্যে তিনি এ শেয়ার ক্রয় করবেন।

অপরদিকে সিটি ব্যাংকের পরিচালক হোসেন মোহাম্মদ ব্যাংকটির ৬৫ হাজার শেয়ার কিনবেন। বিদ্যমান বাজার দরে তিনিও পাবলিক মার্কেট থেকে আগামী ৩১ অক্টোবরের মধ্যে এ শেয়ার ক্রয় করবেন।

ডিএসইর তথ্য অনুযায়ী, স্ট্যান্ডার্ড ব্যাংকের মোট শেয়ারের ৪১ দশমিক ৯৫ শতাংশ আছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে।

বাকি শেয়ারের ৫৬ দশমিক ১৫ শতাংশ আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ১ দশমিক ৯০ শতাংশ শেয়ার।

অপর প্রতিষ্ঠান সিটি ব্যাংকের মোট শেয়ারের ৩১ দশমিক ৬২ শতাংশ আছে উদ্যোক্তা ও পরিচালকদের হাতে। বাকি শেয়ারের ৩৯ শতাংশ আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ১৯ দশমিক শূন্য ৪ শতাংশ এবং বিদেশিদের কাছে আছে ১০ দশমিক ৩৪ শতাংশ শেয়ার।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২১, ২০১৭)