স্পোর্টস ডেস্ক : ওয়ালটন আইওটি স্মার্ট ফ্রিজ ১৯তম জাতীয় ক্রিকেট লিগের দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হয়েছে। আটটি দল দেশের চারটি মাঠে লড়ছে। সকাল ৯টা ৩০ মিনিটে খেলা শুরু হয়েছে।

খুলনা বিভাগ-বরিশাল বিভাগ
খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে মুখোমুখি হয়েছে খুলনা বিভাগ ও বরিশাল বিভাগ। টস জিতে খুলনার অধিনায়ক আব্দুর রাজ্জাক ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন। এ ম্যাচে খেলছেন মাশরাফি বিন মুর্তজা। খুলনার হয়ে প্রথম রাউন্ডেও খেলেছিলেন মাশরাফি।

ঢাকা মেট্রো-সিলেট বিভাগ
কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রীড়া কমপ্লেক্সে ঢাকা মেট্রোর প্রতিপক্ষ সিলেট বিভাগ। মাঠ ভেজা থাকায় দুই দলের খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে। ডেঙ্গু জ্বরের কারণে এ ম্যাচে খেলছেন না মোহাম্মদ আশরাফুল।

ঢাকা বিভাগ-রংপুর বিভাগ
ঢাকা বিভাগ ও রংপুর বিভাগের ম্যাচটি হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। তবে দুই দল এখনও মাঠে নামতে পারেনি। বৃষ্টির বাগড়ায় খেলা শুরু হতে বিলম্ব হচ্ছে।

রাজশাহী বিভাগ-চট্টগ্রাম বিভাগ
রাজশাহী বিভাগ সিলেট বিভাগের বিপক্ষে প্রথম ম্যাচটি খেলেছিল রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে। ম্যাচটি জিতেছিল তারা। দ্বিতীয় রাউন্ডে একই মাঠে তারা আতিথ্য দিচ্ছে চট্টগ্রাম বিভাগকে। তবে মাঠ ভেজা থাকায় এখনও দুই দলের ব্যাট-বলের লড়াই শুরু হয়নি।

(ওএস/এএস/সেপ্টেম্বর ২২, ২০১৭)