রংপুর প্রতিনিধি : মোটর শ্রমিক নেতাদের ওপর হামলা ও গুলিবর্ষণের প্রতিবাদে অনির্দিষ্ট কালের ধর্মঘটের ডাক দিয়েছে রংপুর জেলা মোটর শ্রমিক ইউনয়ন।

সোমবার সকালে হঠাৎ করেই এ ধর্মঘটের ডাক দেয় তারা।

ধর্মঘটের কারণে রংপুরের ৪০টি সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়া আরো ৬ জেলা- দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম ও লালমনিরহাটের যোগাযোগ বন্ধ রয়েছে।

শ্রমিকদের আকষ্মিক এ ধর্মঘটের ফলে বিভিন্নরুটে চলাচলকারী হাজার হাজার মানুষ বিপাকে পড়েছে।

রংপুর গোয়েন্দ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা শরিফুর ইসলাম বলেন, শ্রমিকদের সঙ্গে পুলিশের কোনো ঝামেলা হয়নি। তবে রবিবার দিনগত রাতে নগরীর আমতলি এলাকায় মোটর শ্রমিকদের সঙ্গে ব্যাটারি চালিক অটোরিকশা শ্রমিকদের হাতাহাতির ঘটনা ঘটেছে।

এদিকে মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা অভিযোগ করে বলেছেন, মন্ত্রীর ইশারায় পুলিশ আমাদের ওপর হামলা ও গুলি চালিয়েছে। বিচার না হওয়া পর্যন্ত পরিবহন ধর্মঘট অব্যাহত থাকবে।

(ওএস/এইচআর/জুন ৩০, ২০১৪)