স্পোর্টস ডেস্ক : ট্রান্সফার ফির রেকর্ড গড়ে বার্সা থেকে পিএসজিতে যোগ দেওয়ার পর থেকেই পায়ের জাদু দেখিয়ে যাচ্ছেন নেইমার। তার দুর্দান্ত পারফর্মেন্সে আট ম্যাচের সবগুলোতেই জয়ের স্বাদ পেয়েছে উনাই ইমেরির দল। তবে এর মধ্যে পেনাল্টি ও ফ্রি কিক নেওয়া নিয়ে নেইমার এবং এডিনসন কাভানির মধ্যে সৃষ্টি হয়েছে নতুন দ্বন্দ্ব।

আর পিএসজির দুই তারকার দ্বন্দ্ব নিয়ে এবার মুখ খুললেন উরুগুয়ের সাবেক তারকা দিয়েগো ফোরলান। তার মতে, লিওনেল মেসির সঙ্গে কখনোই এমনটা করতেন না নেইমার এবং কাভানিকে যথাযথ সম্মান দেখানোই উচিত পিএসজির নতুন এই তারকার।

রোববার ফরাসি লিগ ওয়ানে লিওনের বিপক্ষে ম্যাচের ৫৭ মিনিটে ফ্রি কিক পায় পিএসজি। কাভানি ফ্রি কিক নিতে গেলে তার হাত থেকে বল নিয়ে নেইমারকে দেন আলভেজ। ২১ মিটার দূর থেকে নেইমারের নেওয়া ফ্রি-কিক ডানে ঝাঁপিয়ে ঠেকিয়ে দেন লোপেজ।

ম্যাচের ৭৯ মিনিটে এমবাপেকে ডি বক্সে ফেলে দিলে পেনাল্টি পায় পিএসজি। আর ওই স্পট কিক নিয়ে রীতিমত ঝগড়ায় লিপ্ত হন কাভানি ও নেইমার। তবে শেষ পর্যন্ত কাভানি নেওয়া শট ঠেকিয়ে দেন লোপেজ।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২২, ২০১৭)