স্টাফ রিপোর্টার : বাংলাদেশ বসবাসরত সংখ্যালঘুদের সামাজিক সংগঠনগুলোর সমন্বয়ে 'মুক্তিযুদ্ধের বাংলাদেশকে বাঁচাও' এ স্লোগান নিয়ে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি নামে (বিএমজেপি) নতুন একটি রা

শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে নতুন এ রাজনৈতিক দল ও কমিটির নাম ঘোষণা করা হয়।

দলের সভাপতি ইঞ্জিনিয়ার শ্যামল কুমার রায় এবং সাধারণ সম্পাদক হিসেবে সুকৃতি কুমার মন্ডলের নাম ঘোষণা করা হয়।

বিএমজেপির নবঘোষিত সাধারণ সম্পাদক সুকৃতি কুমার মন্ডল বলেন, অখন্ড মানবতায় উজ্জীবিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনার আলোকে ৭ দফা বাস্তবায়নে কাজ করবে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি)।

এ সময় উপস্থিত ছিলেন- নবঘোষিত কমিটির সহ-সভাপতি ড. মোহাম্মদ আব্দুল হাই, জ্ঞান বিকাশ চাকমা, সিনিয়র যুগ্ম সম্পাদক পলাশ কান্তি দে, যুগ্ম সম্পাদক ম্যালকম মেন্ডিস, মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক নুপুর ঘোষ প্রমুখ।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২২, ২০১৭)