ডেস্ক রিপোর্ট : ইচ্ছা করে প্রতিপক্ষের ডি-বক্সে লুটিয়ে পড়া আর তা থেকে পেনাল্টি আদায় করার চেষ্টা। এ জন্য ডাচ তারকা ফুটবলার রবেন জর্জরিত হচ্ছেন একের পর এক সমালোচনার তীরে। রবেনকে ইতিহাসের অন্যতম প্রতারক হিসেবে আখ্যা দিয়েছেন অনেকেই। এ জন্য অবশ্য আনুষ্ঠানিক ক্ষমা চেয়েছেন এই ডাচ ফুটবল সুপারস্টার। বলেছেন, ‘এটা আসলেই অন্যায় হয়ে গেছে। এমনটা করা উচিত হয়নি আমরা। এমন কাজের জন্য আমি সত্যিই ক্ষমা প্রার্থনা করছি।’ তবে মেক্সিকোর বিপক্ষে শেষ মুহূর্তে নেদারল্যান্ডস যে পেনাল্টি পেয়েছে ওটাকে যথাযথ বলেই দাবি করেছেন রবেন। বলেছেন, ‘এটা ঠিক যে, প্রথমার্ধে মেক্সিকোর ডি-বক্সে ইচ্ছে করে ডাইভ দিয়ে আমি দু’বার পেনাল্টি আদায়ের চেষ্টা করেছি। তবে শেষ মুহূর্তে যে পেনাল্টিটি দেওয়া হয়েছে ওটা শতভাগ জেনুইন।’

ঘটনার সূত্রপাত রবিবার রাতে। বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বের খেলায় মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস ও মেক্সিকো। ম্যাচের ৮৮ মিনিটে ১-০ গোলে পিছিয়ে থেকেও ডাচরা এই ম্যাচ ২-১ গোলে জিতে নিয়েছে। মেক্সিকোকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে তারা। তবে নেদারল্যান্ডসের জয়সূচক গোলটি এসেছে একটি বিতর্কিত পেনাল্টি থেকে, যার নায়ক রবেন। ইনজুরি টাইমে (৯০+৪ মিনিট) মেক্সিকোর ডিফেন্ডারদের বাধা এড়াতে গিয়ে ডি-বক্সে লুটিয়ে পড়েছিলেন রবেন। এতে ম্যাচের রেফারি পেনাল্টি দিলে তা থেকে গোল করে ডাচদের জিতিয়েছেন জন হানটেলার। তবে ম্যাচ শেষে এ নিয়ে সমালোচনা ঝড় বইছে বিশ্বজুড়ে। সমালোচকরা বলছেন, ‘ওটা মোটেও পেনাল্টি ছিল না। রবেন ইচ্ছে করে মাটিতে পড়ে গিয়ে রেফারিকে বোকা বানিয়েছেন। সে চিটিং করেছে।’

তবে ম্যাচ শেষে রবেন বলেছেন,‘ ম্যাচের প্রথমার্ধে যে দুটি পেনাল্টি দাবি করেছিলাম, তখন সত্যিই আমি ডাইভ দিয়েছিলাম। তবে জয়সূচক গোলের পেনাল্টি যথাযথ সিদ্ধান্তই ছিল। মেক্সিকানরা সত্যিই আমকে ফেলে দিয়েছিল।’

(ওএস/এইচআর/জুন ৩০, ২০১৪)