সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২০জন।

শুক্রবার দুপুর ১২টার দিকে সুনামগঞ্জ সদর উপজেলার লক্ষণশ্রী ইউনিয়নের তাজপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার তাজপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে বদরুল আলম (১২) ও দোয়ারাবাজার উপজেলার মান্নারগাও ইউনিয়নের আমবাড়ি (বদরপুর) গ্রামের আব্দুল কদ্দুছের স্ত্রী আমেনা বেগম (৪০)। তিনি তাজপুর এলাকায় নিকটাত্মীয়ের বাড়িতে বেড়াতে আসছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, দুপুর ১২টার দিকে সিলেট থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস (সিলেট-জ ১১-০০০৭) তাজপুর এলাকায় আসার পর রাস্তা পারাপারের সময় এক মহিলাকে বাচাঁতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছে ধাক্কা খায়। এ সময় গাছের উপর থাকা বদরুল ইসলাম পাশের একটি খালে পড়ে গেলে বাসটিও খালে পড়ে তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই পথচারী নারীসহ গাছে থাকা ছেলেটিও নিহত হয়।

খবর পেয়ে সুনামগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাসটি উদ্ধার করেন।

সুনামগঞ্জ সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুঘর্টনায় নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২২, ২০১৭)