আস্তর্জাতিক ডেস্ক : ভারত-শাসিত কাশ্মিরে একটি স্বল্পমাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

দেশটির আবহাওয়া দফতর জানিয়েছে, শনিবার স্থানীয় সময় ভোর ৫টা ৪৪ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৫। খবর সিনহুয়া, টাইমস অব ইন্ডিয়া।

জানা গেছে ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল জম্মু ও কাশ্মির অঞ্চলের ৩৪.০ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৭৪.৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে ভূ-পৃষ্ঠের ১৫০ কিলোমিটার গভীরে।

উল্লেখ্য, ২০০৫ সালের ৮ অক্টোবর পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরে একটি শক্তিশালী ভূমিকম্পের আঘাতে প্রায় ৮০ হাজার লোকের প্রাণহানি ঘটে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭ দশমিক ৪।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০১৭)